User talk:FUIP

From Wikisource
Jump to navigation Jump to search

৭ জুন ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচনে বামদের ভোট দিন

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) এমন আনেক কিছুই আছে যারা সমালোচনা করা যেতে পারে, কিনণ্ডxx তা সত্ত্বেত্ত এর কিছু সামxস্যপুর্ন বিষয় রয়েছে । ইইউ বরাবরই দুর্বলের বিরুদ্ধে এবং সবলের পক্ষ নিয়েছে । ত্রূমাগতভাবে শ্রমজীবী এবং ভোক্তাদের বিপরীতে কর্পোরেট পুঁজির শ্বার্থ রক্ষা করেছে । আমরা এটা বদলাতে চাই ।

বাম পার্টির ভেপুটিরা ইউরোপীয় পার্লামেন্টে এক পাল্টাশক্তি হিসেবে ভুমিকা রাখছে । তারা বিরামহীনভাবে শ্রমজীবী, নারী এবং শরনাখীদের শ্বার্থরক্ষা, গনতন্ত্র সুরক্ষা, আগ্রগতি, সংহতি এবং পরিবেশ রক্ষার জন্য করা করছে ।

ইইউ শ্রমিকদের বানিজ্যিক পগ্যে পরিনত করতে চায় এবং যখাসxব কমে কোম্পানিণ্ডxলোকে স্রম কেনার সুযোগ করে দিতে চায় । বাম পার্টি মনে করে, শ্রমিকদের সংগঠিত হওয়া উচিত এবং নিজদের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করা উচিত । তাই আমরা শ্রমিকদের ট্রেড ইউনিয়ন অধিকার ও মজুরি বৃদ্ধির অধিকার রক্ষার জন্য ভুমিকা রাখি ।

ইউরোপীয় পার্লামেন্ট এবং ইউরোপীয় কমিশন উভয় জায়গায় একজন নারীর বিপরীতে দুজন পুরুষ রয়েছে । ইউরোপীয়ান কোর্ট অফ জাস্টিসেও একই পরিস্থিতি । সেখানে একজন নারীর বিপরীতে আটজন পুরুষ বিচারক । আমরা এ ব্যবস্থা বদলাতে চাই । সে কারনে বাম পার্টি আসন্ন ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচনে দুটি প্রধান পাদে নারী প্রাখী মনোনীত করেছে ।

অব্যহতভাবে সাময়িকীকরন করা ইইউ সীমান্তxণ্ডxলোতে অতিত্রূম এ সময়কালে শরনাথীদের চরম বিপজ্জনক হিসেবে সৃষ্টি করা হয়েছে । শতাধিক শরনাথী এর ফলে