হে আমাদের স্বর্গস্থ পিতা
Appearance
The Lord's Prayer in Bangla
- প্রভুর প্রার্থনা
- হে আমাদের স্বর্গস্থ পিতা,
- তোমার নাম পবিত্র বলে মান্য হোক।
- তোমার রাজ্য আসুক।
- তোমার ইচ্ছা যেমন স্বর্গে
- তেমনি পৃথিবীতেও পূর্ণ হোক।
- যে খাবার আমাদের দরকার
- তা আজ আমাদের দাও।
- যারা আমাদের উপর অন্যায় করে,
- আমরা যেমন তাদের ক্ষমা করেছি
- তেমনি তুমিও আমাদের সমস্ত অন্যায় ক্ষমা কর।
- আমাদের তুমি পরীক্ষায় পড়তে দিও না,
- বরং শয়তানের হাত থেকে রক্ষা কর।
- [রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন।]