Jump to content

হে আমাদের স্বর্গস্থ পিতা

From Wikisource
   The Lord's Prayer in Bangla
প্রভুর প্রার্থনা
হে আমাদের স্বর্গস্থ পিতা,
তোমার নাম পবিত্র বলে মান্য হোক।
তোমার রাজ্য আসুক।
তোমার ইচ্ছা যেমন স্বর্গে
তেমনি পৃথিবীতেও পূর্ণ হোক।
যে খাবার আমাদের দরকার
তা আজ আমাদের দাও।
যারা আমাদের উপর অন্যায় করে,
আমরা যেমন তাদের ক্ষমা করেছি
তেমনি তুমিও আমাদের সমস্ত অন্যায় ক্ষমা কর।
আমাদের তুমি পরীক্ষায় পড়তে দিও না,
বরং শয়তানের হাত থেকে রক্ষা কর।
[রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন।]